ডিমের সাদা অংশের উপকারিতা
ডিমের সাদা অংশে কোলেস্টেরল থাকে না৷ তাই হৃদরোগের আশঙ্কাও কমে যায়৷
ডিমের সাদা অংশে রয়েছে লো ফ্যাট প্রোটিন৷ যা শরীরের পক্ষে উপকারী৷ এর ফলে শরীরের পেশি তৈরি হতে সাহায্য করে৷
যদি রোগা হতে চান, কুসুম বাদ দিয়ে সাদা অংশ খান৷ এতে ক্যালরি বৃদ্ধির সম্ভাবনা কম৷
ডিমের সাদা অংশে থাকে পেপটাইড ‘RVPSL’৷ এই উপাদান রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে৷
কার্ডিওভাসক্যুলার ডিজিজ বা হৃদরোগ কমাতে অত্যন্ত কার্যকর ডিমের সাদা অংশ৷
ডিমের সাদা অংশে থাকা ভিটামিন এ, বি-১২ এবং ডি বয়সজনিত সমস্যা নিয়ন্ত্রণে রাখে৷
দৃষ্টিশক্তি, মাইগ্রেন ও পেশির দুর্বলতা কমায় ডিমের সাদা অংশ৷
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন। (সব ছবি-নেটমাধ্যম)
আরও স্টোরিজের জন্য ক্লিক করুন
ক্লিক করুন আরও স্টোরিজের জন্য ক্লিক করুন
ক্লিক করুন