নতুন জামাকাপড় পরতে কে না ভালবাসে! অনেকেরই নতুন জামাকামপড় কেনার শখ থাকে।
তবে জানেন কি, নতুন জামাকাপড় পরার আগে বেশ কিছু নিয়ম মেনে চলতে হয়।
নতুন জামাকাপড় কিনে আগে ধুয়ে নিলে ভাল।
নতুন জামা ধুয়ে নিলে সংক্রমণের আশঙ্কা থাকে না। জামাকাপড়ের নোংরাও দূর হয়।
অনেক সময় জামাকাপড় ধুয়ে পরা সম্ভব হয় না। তখন আরেকটি পদ্ধতি অবলম্বন করতে প
ারেন।
নতুন জামাকাপড় অন্তত একবার রোদে রাখুন কিছুটা সময়।
নতুন জামাকাপড় কেনার কিছু নিয়মের কথা বলে জ্যোতিষশাস্ত্র।
জ্যোতিষশাস্ত্রমতে, শুক্রবার নতুন জামাকাপড় কেনা শুভ।
শনিবার জামাকাপড় কিনে রবিবার পরাটা শুভ নয়, বলছে জ্যোতিষশাস্ত্র।
নিয়ম মেনে নতুন জামাকাপড় পরলে শুভ সমাচার পাওয়া যায়।
আরও স্টোরিজের জন্য ক্লিক করুন
ক্লিক করুন