মুড়ি বাঙালির আজীবনের সঙ্গী

বাঙালি বাড়িতেই মুড়ি খাওয়ার চল নিত্যদিনই

সন্ধের সময় চানাচুর, কাঁচালঙ্কা এবং চপের সঙ্গে মুড়ির জুরি মেলাভার

চা-এর সঙ্গেও মুড়ি খান কেউ

আবার কেউ ভালবাসেন দুধ-মুড়ি

কিন্তু মুড়িতে এখন মেশানো হচ্ছে ইউরিয়া

কিন্তু মুড়িতে এখন মেশানো হচ্ছে ইউরিয়া

মুড়িতে সোডিয়াম হাইড্রো সালফাইড মেশানোর জন্য নাকি মুড়ি ফুলে ওঠে বেশি এবং সাদা হয়

এই ধরনের রাসায়নিক না মেশানো হলে মুড়ি কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুব উপকারী।

ইউরিয়া নেই এমন মুড়ি কেনাই ভাল। তা হতে পারে কম ফোলা, কিন্তু শরীরের পক্ষে এটাই ভাল। ঘরে ভাজা মুড়ি অনেক বেশি উপকারী

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন