এসির বিল কমাতে কী করণীয়

গরমে পুড়ছে রাজ্যের বিভিন্ন অংশ, আর সেই কারণেই এসি হয়ে পড়েছে প্রয়োজনীয়৷

কিন্তু দীর্ঘক্ষণ এসি চালালে লাফিয়ে লাফিয়ে বাড়ে বিদ্যুতের বিল, সেদিকেও খেয়াল রাখা দরকার৷

গরম কালে বিদ্যুতের বিল কমাতে কী করবেন, তা দেখে নিতে পারেন৷

এসির বিদ্যুৎ খরচ নিয়ন্ত্রণে রাখতে এসির ফাংশানগুলি আগে বুঝতে হবে৷

বিভিন্ন পরিস্থিতিতে এসি নির্দিষ্ট কোনও মোডে রাখা দরকার৷

নির্দিষ্ট সময়ে এসি ভুল মোডে রাখার কারণে অনেক সময়ে বেশি বিল আসে৷

ঘরের মাপের উপর নির্ভর করে এসি পছন্দ করতে হবে৷ 

ইন্টারনেটে এসির বিভিন্ন মডেলের ভিত্তিতে যে রিভিউ রয়েছে, সেদিকে দেখুন

রাতে এসি চালিয়ে ঘুমোলে স্লিপ মোডে দিয়ে রাখুন, তাতে খরচ বাঁচবে৷ 

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন