বজ্রপাতের সময় কী করণীয়

প্রায় এসে পড়েছে বর্ষা, তা ছাড়াও মাঝে মাঝেই কালবৈশাখীর বৃষ্টিতে ভিজছে রাজ্য৷

তবে এই ঝড়-বৃষ্টি মানে শুধুই তীব্র হাওয়া বা জল নয়, সঙ্গে আক্রমণ ঘটছে বজ্রপাতের৷ 

রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকেই সেই সময়ে খবর আসছে, বজ্রপাতের কারণে মৃত্যু হচ্ছে৷ 

সেই কারণে বজ্রপাত জনিত মৃত্যুর হাত থেকে বাঁচতে মেনে চলতে হবে নিয়ম৷ 

ঝড়বৃষ্টির মধ্যে বজ্রপাত শুরু হলেই সঙ্গে সঙ্গে কোনও ছাদের তলায় আশ্রয় নিতে হবে৷ 

ঘন ঘন বজ্রপাত হলে কখনই খোলা এবং উঁচু স্থানে থাকা যাবে না৷ 

বড়, উঁচু কোনও গাছপালা বা বিদ্যুতের খঁুটির কাছে বজ্রপাতের মধ্যে অবশ্যই আশ্রয় নেবেন না

বজ্রপাতের সময় কখনই জানলার কাছাকাছি থাকবেন না, জানলা বন্ধ করে ঘরের মধ্যে থাকুন৷

বজ্রপাতের সময় ধাতব কল, সিঁড়ির রেলিং, বাইরের গ্রিল, পাইপ, ইত্যাদি কোনওভাবেই স্পর্শ করবেন না৷

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন