বাজারে এরকম অনেক ফল আসে যার গায়ে স্টিকার লাগানো থাকে। 

কলা, আপেল,কমলালেবু, ন্যাশপাতি, তরমুজের গায়ে লাগানো থাকে এই স্টিকার।

অনেকেই ভেবে নেন, ফলের গায়ে লাগানো এই স্টিকারগুলো বোধহয় গুণমানের পরিচায়ক।

কেউ ভাবেন, এই ফলগুলো বোধহয় বিদেশ থেকে আমদানি করা।

কিন্তু সত্যিই কি তাই?

এফএসএসএআই বলছে, বিভিন্ন দেশে স্টিকার ব্যবহার করা হয় ফলের গুণমান বুঝতে।

কিন্তু এ দেশে আদৌ এমন কোনও নিয়ম নেই।

বরং এই ধরনের স্টিকার ব্যবহার করা হয় ফলের খুঁত ঢাকা দিতে 

স্টিকারের মাধ্যমে বিভ্রান্ত করার বিষয়টি অন্য দেশেও হয়ে থাকে, জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

স্টিকারের আঠায় ব্যবহৃত রাসায়নিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে,  বিশেষজ্ঞদের একাংশ।

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন