ভারতে প্রায় প্রতিটি বাড়িতেই চা হয়৷ 

গড়ে ৬৯ শতাংশ ভারতীয়র দিন শুরু হয় চায়ে চুমুক দিয়ে৷  

এর মধ্যে তিরিশ শতাংশ গ্রিন টি অথবা হার্বাল টি পান করেন৷

কিন্তু জানেন কি, কখন চা পানের সঠিক সময় কখন?

ঘুমনোর অন্তত ১০ ঘণ্টা আগে চা পান করলে ভাল ঘুম হয়৷ 

শরীরে ইন্টার্নাল সোয়েলিং-এর সমস্যা হয় না৷ 

নেতিবাচক ভাবনা, উদাসীনতা দূর হয়৷

হজম শক্তি বাড়ে এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হয়৷ 

মস্তিষ্ক শান্ত হয় এবং স্ট্রেস কম থাকে৷ 

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন