বাড়িতে চাল ফুরিয়ে গেলে চাল শেষ- এমনটা বলা হয় না কখনওই৷

কারণ মনে করা হয় এতে গৃহস্থের অকল্যাণ হতে পারে৷

অনেক সময় বিপরীত অর্থের ব্যবহার করে অন্য অর্থ প্রকাশ করা হয়।

আর চাল বাড়ন্ত বলার কারণও তাইই৷

একইরকম ভাবে ঘরে চাল নেই বা চাল ফুরিয়ে এসেছে বোঝাতে, 'চাল বাড়ন্ত' শব্দবন্ধের ব্যবহার করা হয়ে থাকে।

এর সঙ্গে একটি লোকবিশ্বাসও জড়িয়ে আছে। মনে করা হয়, গৃহস্থের চালের পাত্র ফাঁকা হয়েছে কিংবা চাল শেষ হয়ে গেছে এই কথা শুনলে সংসারে স্বচ্ছলতা চলে যেতে পারে।

তাই চাল শেষ হয়েছে এটা না বলে বিপরীতার্থক ‘চাল বাড়ন্ত’ শব্দবন্ধের প্রয়োগ করা হত, যাতে গৃহস্থের অকল্যাণ না হয়।

চাল বাড়ন্ত কথাটির অর্থ প্রচুর আছে৷

ভাতের জন্যই যুগে যুগে হয়ে এসেছে লড়াই৷ দু-মুঠো ভাতের জন্য মানুষ কী না করেছে৷

চাল বাড়ন্ত শব্দের অর্থ এবার আশা করি সবার জানা হয়ে যাবে