বেগুন খান না এমন লোক খুব কমই আছেন।
বেগুন ভেজে কিংবা সবজিতে দিয়েও রান্না করা হয়।
সাধাণরত বেগুন ওজন কমাতে সাহায্য করে।
এই বেগুনের ভিতরের ফাইবার শরীরে খিদে কমায় এর ফলে ওজনও কমে।
কিন্তু অনেকেই অবাক হবেন যে, বেগুন ইংরাজি অনুবাদ সম্পর্কে।
সাধারণত বেশিরভাগ মানুষই বেগুনের ইংরাজি জানেন brinjal।
কিন্তু এর সঙ্গে আরও দুটি শব্দ রয়েছে বেগুনের ইংলিশ অনুবাদে।
brinjal-র পাশাপাশি eggplant, aubergine নামেও ইংরাজি অনুবাদে বেগুন পরিচিত রয়েছে।
বাঙালির রান্নাঘরে পরিচিত এই সবজির এতোগুলি অনুবাদ সম্পর্কে অনেকেই পরিচিত নন।
আরও স্টোরিজের জন্য ক্লিক করুন
ক্লিক করুন