ট্যাক্সি শব্দের বাংলা অর্থ কী?

ট্যাক্সি শব্দটি আদতে একটি ইংরাজি শব্দ। 

অনেকেই এর আক্ষরিক অর্থে বাংলা অনুবাদ জানেন না।

ইংরাজি ভাষায় ট্যাক্সি শব্দটি আমাদের লোকমুখে ব্যবহৃত শব্দ হয়ে গিয়েছে।

বিভিন্ন লেখা থেকে শুরু করে বইতেও ট্যাক্সি শব্দ পাওয়া যায়।

Taxi শব্দের উৎপত্তি হয়েছে জার্মান শব্দ Taxanom থেকে।Taxanom থেকে পরে এই শব্দ হয় taximeter।

এই শব্দে tax বলতে বোঝানো হয়েছে কর কিংবা ভাড়া। আর meter বলতে মিটার।

সাধারণত, যাত্রী কত দূরত্বে যাচ্ছেন, সেই ভিত্তিতে মিটার দেখে ভাড়া নির্নয় করা হত।

বাংলা অনুবাদে, ট্যাক্সি শব্দের অর্থ ভাড়ায় খাটা কোনও মোটরচালিত ছোট গাড়ি।

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন