চুল ভালো রাখতে শ্যাম্পু তো নিয়মিত করেন। এর বাংলা জানা আছে কি? ৯৯ শতাংশ মানুষের অজানা।

শ্যাম্পু চুল থেকে তৈলাক্তভাব, ময়লা, খুশকি, পরিবেশের বিভিন্ন বিষাক্ত পদার্থ, এবং অন্যান্য দূষিত পদার্থ চুল থেকে দূর করে।

প্রাচীন ভারতে শ্যাম্পু জাতীয় দ্রব্য চুলে ব্যবহার করা হতো ।আমলকী, ক্ষুণ ও বিবিধ বীরুৎ জাতীয় উদ্ভিদ থেকে তা প্রস্তুত করা হত। 

১৭৬২ সালের দিকে হিন্দি শব্দ চাম্পু থেকে ইংরেজি শ্যাম্পু শব্দটির উৎপত্তি ঘটে। শব্দটি সংস্কৃত ভাষা থেকে উৎপত্তি।

হিন্দি শব্দটির দ্বারা তেল বা তৈলাক্ত কোনো বস্তুর দ্বারা মাথা ম্যাসেজ করাকে বোঝানো হত।  এ ধরনের শব্দের প্রচলন উত্তর ভারতের বিভিন্ন ভাষাতে।

মাথা ম্যাসেজের এই পদ্ধতি সর্বপ্রথম ব্রিটেনে পরিচয় করান বাঙালি উদ্যোক্তা শেখ দীন মহম্মদ। ১৮০০ দশকের শুরুর দিকে তিনি স্টিম বাথের প্রচলন ঘটান।

পরে তাঁর আইরিশ স্ত্রীর সঙ্গে লন্ডনে "মহম্মদ'স স্টিম অ্যান্ড ভ্যাপার সি ওয়াটার মেডিকেটেড বাথস" নামে ইংল্যান্ডের ব্রাইটনে একটি পার্লার খোলেন।

এরপর দীন মহম্মদ রাজা চতুর্থ জর্জ ও চতুর্থ উইলিয়ামের 'শ্যাম্পু সার্জন' হিসেবেও নিয়োগ পান। মনে করা হয় ১৮১৪ সাল নাগাদ প্রথম শ্যাম্পু তৈরি করা হয়।

পরবর্তীতে ধীরে ধারে বিশ্ব জুড়ে শ্যাম্পুর ব্যবহার শুরু হয়। তা বাজারজাত করা হয়। বর্তমানে বিশ্ব জুড়ে শ্যাম্পুর বিপুল বাজার রয়েছে। 

Shampo-কে বাংলায় কেশ পরিমার্জক বলে। এছাড়া মাথা ধোয়ার ডিটারজেন্ট, সাবান যুক্ত তরল পদার্থ, চুল পরিষ্কারের স্টাফ বলা হয়। তবে শ্যাম্পুই বেশি প্রচলিত।

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন