'কলেজ' শব্দের বাংলা কী জানেন?

কলেজ আদতে একটি ইংরাজি শব্দ। লোকমুখে প্রচলিত বলে এই শব্দটি এখন কথ্য ভাষার মতো হয়ে গিয়েছে।

কলেজ শব্দের প্রকৃত বাংলা অর্থ কী হতে পারে। কারণ যে কোনও বই, সংবাদপত্রে কিংবা লোকমুখে কলেজ শব্দই শোনা যায়। 

সাধারণত উচ্চ মাধ্যমিকের পরে সকলকে স্নাতক স্তরের জন্য কোনও না কোনও কলেজে ভর্তি হতে হয়। 

কিন্তু খুব কম জায়গায় কলেজেই এর বাংলা অনুবাদ লেখা হয়। 

কলেজ শব্দের বাংলা অর্থ হচ্ছে- মহাবিদ্যালয়। 

এই শব্দটি খুব কমই ব্যবহার করা হয়। লোকমুখে এই শব্দ একেবারেই শোনা যায় না।

এমনকী বই কিংবা কোনও আর্টিকেলেও এমন শব্দ খুঁজে পাওয়া খুবই কষ্টসাধ্য কাজ। 

এখনও রাজ্যের বেশ কিছু কলেজে এর বাংলা অনুবাদ দিয়েই নামকরণ রয়েছে।

বাংলায় এমন বেশ কিছু কলেজ রয়েছে যেখানে এখনও মহাবিদ্যালয় শব্দটি ব্যবহার করা হয়ে থাকে। 

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন