কালরাত্রিতে এই কারণে মুখ দেখেন না দম্পতিরা
বিবাহের রীতির মধ্যে এমন অনেক রীতি রয়েছে যা কিন্তু বিস্ময়ের উদ্রেক ঘটায়
আমরা বহু যুগ ধরে পালন করে এলেও আসল কারণ কিন্তু অজানাই
বিয়ের পরের দিন এবং ফুলশয্যার মাঝের যেই রাত তাকেই বলা হয় কালরাত্রি
সাধারণত বিয়ের গোটা দিনটাই উপবাস করে থাকতে হয়
ফলে শারীরে একটা দুর্বলতা আসেই, পাশাপাশি থাকে মানসিক চাপ
বিজ্ঞানসম্মতভাবে দেখতে গেলে বিয়ের পরের দিনই যদি দম্পতি শারীরিক মিলনে লিপ্ত হন, তাহলে শরীরের উপর চাপ আরও বাড়তে পারে
তাই মাঝের এই দিনটি নবদম্পতির বিশ্রামের জন্যই রাখা
পরের দিন ফুলশয্যা, সেই রাতেই তাঁরা একে অপরকে বোঝেন, চেনেন, জানেন
এতে শরীরের উপর বাড়তি চাপও পড়ে না, তাই বিজ্ঞানসম্মতভাবে কালরাত্রি কিন্তু যথেষ্ট অর্থপূর্ণ