Avocado বা অ্যাভোকাডো হল এক ধরনের সবুজ রং বিশিষ্ট পুষ্টিকর ফল।
এটি দেখতে বড় আকারের লম্বাটে পেয়ারার মতো।
Heading 2
একেকটি ফলের ওজন প্রায় ২৫০ থেকে ৭০০ গ্রাম পর্যন্ত হয়ে থাকে।
Heading 2
মধ্য আমেরিকা ও মেক্সিকোতে দেশীয় ফল হিসেবে চাষ করা হয় ও এই অঞ্চলে বেশি জন্মায়।
সবেচেয়ে বেশি পুষ্টিকর ফলগুলোর মধ্যে অন্যতম একটি ফল হিসেবে বিবেচনা করা হয়।
ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের কৃষি ও প্রাকৃতিক রিসোর্স মতে এই ফলটি একটি ফুলের পরিপক্ক ডিম্বাশয়ের মতো দেখতে৷
অ্যাভোকাডো ফলের দাম শুনলে আপনি চমকে যেতে পারেন।
এক এক কেজি অ্যাভোকাডো ফলের দাম ৯০০ থেকে ১৫০০ টাকা।
হার্ট ভাল রাখতে সাহায্য করে এই ফল৷ দৃষ্টিশক্তিও বাড়ায়৷ তবে এও সত্যি যে, অ্যাভাকাডোতে কিন্তু ফ্যাটও আছে৷
তবে এ ব্যাপারে কোনও সন্দেহ নেই যে অ্যাভাকাডো আসলে ফল, সবজি নয়৷
আরও স্টোরিজের জন্য ক্লিক করুন
ক্লিক করুন আরও স্টোরিজের জন্য ক্লিক করুন
ক্লিক করুন