গাছে সিগারেট দিলে কী হয়? 

ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। তাই সিগারেট খাওয়ার অভ্যাস সবসময়ই পরিত্যাজ্য। কিন্তু জানেন কী গাছে সিগারেট কী প্রভাব ফেলে?

 বিশেষজ্ঞরা বলছেন, গাছের ক্ষেত্রে এই সিগারেটই কার্যত জীবন বাঁচানোর কাজ করে। 

ধরুন, আপনার বাগানের সাধের লেবু গাছটির পাতা কুঁকড়ে গিয়েছে, মিলিবাগ পোকার আক্রমণ হয়েছে। অনেক চেষ্টা করেও রেহাই পাচ্ছেন না।

চিন্তা নেই সিগারেটের মধ্যে থাকা তামাকই আপনি এমনভাবে ব্যবহার করতে পারেন যাতে  সমস্যা নিমেষেই দূর করে দেওয়া যায়। 

 নির্দিষ্ট পদ্ধতিতে গাছে সিগারেট দেওয়া উচিত। বিশেষ দ্রবণটি তৈরি করুন এই ভাবে। 

এক লিটার জল উষ্ণ গরম হয়ে উঠলে পরিষ্কার একটা পাত্রে ঢেলে নিন

বেশ কয়েকটি সিগারেট থেকে তামাক বের করে নিয়ে জলের মধ্যে মিশিয়ে নিন

স্প্রে বোতলে ছেঁকে নিয়ে শুধুমাত্র দ্রবনটি ভরে নিন ও গাছের পাতায়, লেবুর উপরে, ডালের মধ্যে খুব ভালো করে স্প্রে করুন

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন

বিশেষত ‘লু’ লাগার হাত থেকে বাঁচাতে পারেন কাঁচা পেঁয়াজ।

মুখরোচক পিঁয়াজি অনেকেই খেতে পছন্দ করলেও কাঁচা পেঁয়াজ খেতে চান না অনেকেই।

গরমের দিনে শরীরকে ঠান্ডা রাখতে পেঁয়াজের জুড়ি মেলা ভার।

তবে কাঁচা পেঁয়াজের মধ্যে রয়েছে বহু গুণাগুণ। 

ত্বকে নানান সমস্যার সমাধান করতে, শরীরে কোলেস্টেরলের মাত্রা ঠিক রাখতে পারে এক টুকরো পেঁয়াজে। 

গরমের দিনে বিভিন্ন খাবারের সাথে কাঁচা পেঁয়াজ খেলে শরীর ঠান্ডা থাকে।

পেঁয়াজের মধ্যে রয়েছে ভিটামিন, মিনারেল, ফাইবার, ক্যালসিয়াম, পটাশিয়াম, সালফার, ভিটামিন 'বি' ও 'সি' । 

দাঁতের ক্ষয়ক্ষতি রক্ষা করা , চুল পড়া বন্ধ করা স্মৃতিশক্তি বাড়ায় পেঁয়াজ।

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন

বিশেষত ‘লু’ লাগার হাত থেকে বাঁচাতে পারেন কাঁচা পেঁয়াজ।