কোলবালিশ না থাকলে ঘুম আসতে চায় না অনেকেরই।
ক্লান্ত শরীরের একটা বড় অবলম্বন কোলবালিশ৷ এভাবে ঘুমোতে যত স্বস্তিই মিলুক না কেন, এই অভ্যাস আদৌ স্বাস্থ্যকর কি না, তা নিয়ে কিন্তু বেশ মতভেদ রয়েছে।
বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, ঊরুর মাঝে কোলবালিশ নিয়ে ঘুমোনোর উপকারিতা আছে।
কোলবালিশ দুই পায়ের মাঝে থাকার ফলে মেরুদণ্ডের সঙ্গে হাঁটুর হাড়ের চাপ স্বাভাবিক থাকে। ফলে এ অভ্যাস হাঁটুর ব্যথার উপশমও বটে৷
বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, ঊরুর মাঝে কোলবালিশ নিয়ে ঘুমোনোর উপকারিতা আছে।
কোলবালিশ দুই পায়ের মাঝে থাকার ফলে মেরুদণ্ডের সঙ্গে হাঁটুর হাড়ের চাপ স্বাভাবিক থাকে।
যারা কোলবালিশ নিয়ে ঘুমান তারা ডান কাত অথবা বাম কাতে ঘুমান। আর এর ফলে নাক ডাকা সমস্যার সমাধান হয়ে যায়।
যাদের নাক ডাকার অভ্যাস আছে, তারা চিৎ হয়ে শোয়ার ফলে নাক ডাকেন। তাই এমন ব্যক্তিদের কোলবালিশ নেওয়া উচিত।
কোলবালিশ নিয়ে ঘুমনোর ফলে দুটি পা রান ও হাঁটুর দিক থেকে মিলে যায় না। এ কারণে শরীরের রক্তচলাচল স্বাভাবিক থাকে, এমনটাই দাবি করছেন গবেষকরা।
পিঠের নীচের অংশে ব্যথা থাকলে সাহায্য করতে পারে কোলবালিশ।
আরও স্টোরিজের জন্য ক্লিক করুন
ক্লিক করুন আরও স্টোরিজের জন্য ক্লিক করুন
ক্লিক করুন