মাটির কলসির জলপান শরীরের জন্য খুবই উপকারী৷ 

আমাদের কাছে যা মাটির জালা বা কলসি, বাংলার বাইরে সেটাই মটকা বা মটকি৷

কলসির জল পান করলে হিটস্ট্রোকের আশঙ্কা কমে যায়৷ 

অত্যধিক গরমে শরীরকে ঠান্ডা রাখে কলসি ও কুঁজোর জল৷

 মাটির জালার জল পান করলে অ্যাসিডিটি ও গ্যাস্ট্রিকের সমস্যা কম হয়৷

ফ্রিজের বদলে মাটির কলসির জল পান করলে গলার সংক্রমণ হয় না৷

মেটাবলিজমের হার বাড়িয়ে ওজন কমাতে এবং শরীরকে সুস্থ রাখতে কার্যকর মাটির কলসির জল৷

গরমে পরিপাক ক্রিয়ায় সাহায্য করে মাটির কলসিতে রাখা জল৷

Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন