কীভাবে মানিপ্লান্ট লাগালে টাকা আসে?

বাস্তুশাস্ত্র বলছে, মানিপ্ল্যান্ট গাছে বাঁধুন এই ছোট্ট জিনিসটি, রোজগার বাড়বে বহুগুণ

 বাড়িতে মানিপ্লান্ট লাগালে তাকে অবহেলা করা যাবে না। তাহলে কিন্তু উল্টো ফল পাবেন। 

মানিপ্ল্যান্ট কখনওই ঘরের উত্তর বা পূর্ব দিকে রাখা উচিত নয়। এই গাছকে সবসময় ঘরের দক্ষিণ দিকে রাখতে হবে।

একটি দড়ির সাহায্যে মানিপ্লান্ট বেঁধে ঘরে উপরের দিকে উঠতে দিন। 

তবে যেমন তেমন সুতো ব্যবহার করা যাবে না, দশকর্মা ভান্ডার থেকে লাল সুতো কিনে ব্যবহার করুন। 

এই নিয়মে বাড়িতে মানিপ্লান্ট রাখলে টাকার অভাব কী ভুলেই যাবেন।

মানিপ্লান্ট কখনও মাটির উপরে সরাসরি পুঁতবেন না। বাস্তবিদরা বলছেন, মাটির উপর বড় আকারের মটির টবে মানিপ্লান্ট লাগাতে পারেন

টব না পেলে সবুজ রঙের কাঁচের বোতলে জল ভরে মানিপ্লান্টের ডাল রাখুন।

নিয়মিত জল দেবার পাশাপাশি, মাঝেমাঝে কাঁচা দুধ আর জল মিশিয়ে মানিপ্লান্টে দিন।

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন