লাল নয়, এই রঙগুলির গোলাপ দিয়েও হবে প্রেমের প্রকাশ
রোজ ডে-তে এতদিন তো লাল গোলাপই দিয়ে এলেন সবাই
এবার বরং হাতে উঠুক অন্য রঙ। জেনে নেওয়া যাক সেই সব রঙের গোলাপ সম্পর্কের কোন দিক তুলে ধরে
কমলা গোলাপ: কারও জন্য তীব্র আবেগের বহিঃপ্রকাশ বোঝাতে কমলা গোলাপ দেওয়া হয়। রোজ ডে-তে তাই প্রিয়জনের হাতে তুলে দেওয়া যায় কমলা গোলাপও। বুঝিয়ে দেওয়া যায় তাঁকে নিয়ে হৃদয় কতটা আবেগপ্রবণ।
পিচ রঙের গোলাপ: ভালোবাসি ভালোবাসি; কিন্তু বলতে লজ্জা।
হলুদ রঙের গোলাপ: হলুদ বন্ধুত্বের রঙ। হাতে হাত ধরে সারাজীবন কাটিয়ে দেওয়ার প্রতিশ্রুতি। এমনটা চাইলে দিতে হবে হলুদ গোলাপ
ল্যাভেন্ডার গোলাপ: ল্যাভেন্ডার গোলাপ বিরল, কাউকে ল্যাভেন্ডার গোলাপ দেওয়ার অর্থ এটা বোঝানো যে প্রথম দর্শনেই মন তাঁর প্রেমে পড়েছে
গোলাপি গোলাপ: গোলাপি গোলাপ প্রশংসাসূচক। প্রেমিকার রূপের প্রশংসা করতে চাইলে হাতে তুলে দিতে হবে গোলাপি রঙের গোলাপ
সাদা গোলাপ: সাদা রঙের গোলাপ সরলতার প্রতীক। সাধারণত বিয়ের অনুষ্ঠানে এই রঙের গোলাপ উপহার দেওয়া হয়
রোজ ডে-তে সাদা গোলাপ দিয়ে বুঝিয়ে দেওয়া যায়, সম্পর্কের পরিণতি দিতে মন ইচ্ছুক
আরও স্টোরিজের জন্য ক্লিক করুন
ক্লিক করুন