শুকোলে ২ কেজি, ভিজলে ১, জ্বলে গেলে ৩ কেজি, সঠিক উত্তর জানেন?
আজকের দিনে সবারই জানা আছে যাঁদের সাধারণ জ্ঞান থাকলে চাকরির পরীক্ষায় ভাল ফল করা যায় ৷
তবে শুধুই জেনারেল নলেজই নয়, তার সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্সেও হতে হয় তুখোড় নইলে বিপদে পড়তে হয় ৷
এসএসসি, ব্যাঙ্কিং, রেল সমস্ত রকমের চাকরির পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়ে থাকে
মগজাস্ত্রে শান দিন এমন এক প্রশ্ন আসতে চলেছে ভীষণ রকম ভাবে কেননা এই প্রশ্ন আগে কখনও শোনেননি ৷ নীচে দেওয়া প্রশ্নগুলি ভাল করে পড়ে উত্তর দিন ৷
সেই সমস্ত প্রশ্নের উত্তর ভাল করে নোট করে নিতে পারেন ৷ কেননা প্রশ্নের নীচে দেওয়া আছে উত্তর ৷
প্রশ্ন- এমন কোন দেশ আছে যেখানে নীল জিন্স পরা নিষেধ?
উত্তর- উত্তর কোরিয়ায় নীল জিন্স পরার উপরে নিষেধাজ্ঞা রয়েছে ৷
উত্তর- চাঁদে প্রথম খেলা হয়েছিল গল্ফ ৷
প্রশ্ন- কারোর সঙ্গে টক্কর নেওয়া এর প্রতিশব্দ কী?
উত্তর- টক্কর নেওয়া শব্দের অর্থ প্রতিযোগিতা করা ৷
প্রশ্ন- অস্কার ঠিক কোন ক্ষেত্রের পুরস্কার?
উত্তর- সিনেমা জগতের কৃতীদের সম্মানিত করা হয় অস্কারের মাধ্যমে ৷
প্রশ্ন- প্রতিদিন দুধ রুটি খেলে শরীরের কোন ক্রিয়া দ্রুত হয়? তারফলে কী হয়?
উত্তর- প্রতিদিন দুধ খেলে শরীরের ওজন দ্রুত হারে বেড়ে যায় ৷
প্রশ্ন-এমন কোন জিনিস আছে যা শুকোলে ২ কিলো, ভিজলে ১ কিলো, জ্বলে গেলে ৩ কিলো হয়?
উত্তর- সালফার, শুকোলে ২ কিলো, ভিজলে ১ কিলো ও জ্বলে গেলে ৩ কিলো হয়ে যায় ৷
আরও ওয়েবস্টোরি পড়তে ক্লিক করুন