রাতারাতি ফর্সা, দাগ-হীন ত্বক! টুথপেস্টে জাদু! 

ফেশ-ওয়াশের দারুণ বিকল্প হতে পারে টুথপেস্ট।

 টুথপেস্ট ভাল করে মুখে লাগিয়ে ধুয়ে নিন ফেস-ওয়াশের মতো! বাড়বে উজ্জ্বলতা!

বলিরেখা দূর করতেও দারুণ কাজের। একটু টুথপেস্ট নিয়ে জলে গুলে পাতলা পেস্ট বানান। 

এবার সেই পেস্ট মুখে, ঘাড়ে, গলায় লাগিয়ে নিন! শুকোলে ধুয়ে নিন! কয়েকদিনেই বলিরেখা গায়েব!

রাতে ব্রণতে টুথপেস্ট লাগিয়ে শুয়ে পড়ুন। সকালে দেখবেন ব্রণ কমেছে অনেকটাই!

ত্বকে ধুলো ময়লা জমে ব্ল্যাক হেডস হয়। কালো দাগ ছোপ হয়।

এই সব দাগে টুথপেস্ট লাগান। শুকিয়ে গেলে টেনে তুলুন।

মুখ ধুয়ে নিন। দাগ ছোপ কয়েকদিনে জাস্ট গায়েব! তবে ডাক্তারের পরামর্শ সব সময় নেবেন!

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন