দাঁতের ব্যথা কমানোর ঘরোয়া টোটকা

আচমকা শুরু হওয়া দন্তশূলে নিমেষে তছনছ হয়ে যেতে পারে মুহূর্তসুখ৷ 

ঈষদুষ্ণ জলে নুন মিশিয়ে গার্গল করুন৷ মুখের ব্যাকটিরিয়া কমিয়ে দিতেও সাহায্য করে নুন জল৷

ওষুধের দোকান থেকে লবঙ্গতেল বা ক্লোভ অয়েল কিনে তুলো দিয়ে লাগান ক্যাভিটিতে৷ গোটা লবঙ্গও দিতে পারেন৷

কর্পূরও ব্যবহার করতে পারেন দাঁতের যন্ত্রণা কমাতে৷ উদ্বায়ী হলেও কর্পূর যন্ত্রণানাশক৷

রসুনের কোয়া থেতো করে লাগিয়ে রাখুন যন্ত্রণাবিদ্ধ দাঁতে৷ আরাম পাবেন৷

পেয়ারা পাতা থেতো করে লাগিয়ে দিন ক্ষতস্থানে৷ বা পেয়ারা পাতা জলে ফুটিয়ে সেই মিশ্রণ দিয়ে কুলকুচি করুন৷

 এ সবই ঘরোয়া উপায় দাঁতের ব্যথা কমানোর৷ এতে সাময়িক আরাম পাবেন৷ 

গোড়া থেকে সমস্যা সমূলে বিনাশ করতে অবশ্যই দন্ত চিকিৎসকের পরামর্শ নিন৷

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন