Heading 1

টমেটো ফল নাকি সবজি?

Heading 1

টমেটো ফল নাকি সবজি? এ প্রশ্নের উত্তর অনেকেই হয়তে জানেন না। 

Heading 1

ভারতীয়দের রান্নাঘরে টমেটোর প্রবেশ হয়েছে অনেক দেরি করে। টমেটোকে ফল ভেবে ভুল করেছিলেন।

Heading 1

টমটোর গুণ অনেক। হজমশক্তি বাড়ায় টমেটো। টমেটো পেটে ব্যাকটেরিয়ার হামলা থেকেও বাঁচায়। 

Heading 1

এমন একখানা গুণে ঠাঁসা জিনিস চিনতে এত দেরি কেন করল ভারতীয়রা! সারা বিশ্বে প্রায় ৯ হাজার রকমের টমেটো পাওয়া যায়। 

Heading 1

যে কোনও দেশে টমেটোর আধিপত্য রয়েছে। টমেটো ছাড়া স্যালাড হবে না। 

Heading 1

আমেরিকায় বলা হত- লাভ অ্যাপেল। তবে ভারতে টমেটো আসে ষোড়শ শতাব্দীতে। পর্তুগিজ ও স্প্যানিশরা নিয়ে আসে। 

Heading 1

প্রথমে টমেটোকে বিদেশী বেগুন বলে ভুল করেছিল অনেকে। পেরুতে প্রথম টমেটোর চাষ হয়। 

Heading 1

পর্তুগিজ ও স্প্যানিশরা নিয়ে আসে। প্রথমে টমেটোকে বিদেশী বেগুন বলে ভুল করেছিল অনেকে। 

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন