বাড়িতে আরশোলার উৎপাত? তাড়ান এ ভাবে

বর্ষায় বাড়িতে আরশোলার উৎপাত বেড়ে যায়৷ 

রান্নাঘরে আরশোলা থাকলে খাবারে বিষক্রিয়া হতে পারে৷ 

ঘরোয়া কিছু উপায়েই আরশোলা তাড়ানো যায়৷ 

তেজপাতা গুঁড়ো করে রান্নাঘরে রাখলে আরশোলা চলে যায়৷

আটার ভিতরে বরিক পাউডার মিশিয়ে গুলি বানিয়ে ঘরের কোনায় রাখুন৷

বেকিং সোডা, চিনির জলে মিশিয়ে ঘরে ছিঁটিয়ে দিন৷

রান্নাঘরের দরজায় ৪-৫টি লবঙ্গ রাখলে আরশোলা পালায়৷

ডিমের খোসা রান্নাঘরের কোনায় রাখলেও আরশোলা পালায়৷ 

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন