ঘরের বাইরে এই জিনিস রাখলেই হতে পারেন গরিব। দেখা দিতে পারে অর্থসংকট

বাস্তু অনুসারে এমন অনেক জিনিস রয়েছে যা ঘরের মধ্যে বা বাইরে রাখলে অর্থাভাব দেখা দিতে পারে

ঘরের ভিতরে বা বাইরে রাখা বিভিন্ন জিনিস জীবনের উপর প্রভাব ফেলতে পারে

ঘরের বাইরে এই ৫ জিনিস কখনই রাখা চলবে না। ঘরের বাইরে এই জিনিস রাখলেই অর্থাভাব দেখা দিতে পারে

ঘরের বাইরে ডাস্টবিন রাখা চলবে না বাস্তু মতে এতে অভাব অনটন দেখা দেয়

ঘরের মুখ্য দুয়ার যেন সম সময় বাড়ির সামনের রাস্তা থেকে উঁচু হয়। ঘরের মুখ্য দুয়ারের উচ্চতা নিচু হলে অভাব দেখা দেয়

বাস্তু অনুসারে ঘরের মুখ্য দুয়ারে কখনও কাঁটা জাতীয় গাছ রাখা চলবে না। 

বাড়ির সামনে ইলেকট্রিকের লাইন থাকলে সমস্যা হতে পারে

ঘরের সামনে ইট-পাথর জমা করা চলবে না এতে গৃহের শান্তি নষ্ট হয়।

ঘরের সামনে পচা জল জমলে ঘরে অর্থাভাব দেখা দেয়।

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন