এই আট অভ্যাসকে সঙ্গী করে পিম্পলস্ কে বলুন টাটা

প্রত্যেকদিন নিয়ম করে মুখ ধুতে ভুলবেন না

প্রত্যেকদিনের ধুলো ময়লা অবশ্যই ভালো করে ধুয়ে ফেলা উচিত

তবে অতিরিক্ত ফেশ ওয়াশ বা সাবান ব্যবহার করলেও ত্বকের ক্ষতি হতে পারে

মুখ ধোয়ার পর ময়শ্চারাইজার অবশ্যই ব্যবহার করুন

যে কোনো প্রোডাক্ট ব্যবহার করার আগে অবশ্যই জেনে নিন আপনার ত্বকের ধরণ, অর্থাৎ তৈলাক্ত নাকি শুষ্ক 

সেইসব প্রোডাক্ট এড়িয়ে চলুন যেখানে বেশি পরিমানে সুগন্ধি বা রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়েছে

ত্বককে ভালো রাখতে জল পরিমান মতো খাওয়া ভীষণ জরুরি, তাই অবশ্যই সারাদিন প্রচুর জল খান

পিম্পলসে্র ক্ষেত্রে চন্দন খুবই উপকারী, তাই চন্দনের ফেশ-প্যাক ব্যবহার করতে পারেন

মুখে পিম্পলস্ থাকলে মেকআপের বিষয়ে সতর্ক থাকুন

মেকআপ পারলে এড়িয়ে চলুন, আর করলেও মেকআপের সরঞ্জামগুলি কেনার সময় সতর্ক থাকুন

সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকেও হতে পারে পিম্পলস্, অ্যাকনে

তাই সানস্ক্রিন ব্যবহার করতে ভুলবেন না

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন