News 18 বাংলা

স্নানের পরেও শরীরের কোন কোন অংশে জমে থাকে নোংরা?

Editor: Ankita Tripathi 

ডার্মাটোলজিস্টরা জানাচ্ছেন, স্নান করলেই পরিষ্কার হয়ে যাচ্ছে শরীরের প্রতিটি অঙ্গ, এমন ধারণা সম্পূর্ণ ভুল

বিশেষজ্ঞরা জানাচ্ছেন ভালভাবে স্নানের পরেও নোংরা থেকে থেকে যায় দেহের বিভিন্ন অঙ্গ

শরীরের ৬ টি অঙ্গ স্নানের সময় বেশিরভাগ জন ঠিকভাবে পরিষ্কার করেন না, জানালেন ডার্মাটোলজিস্ট

কানের পেছনের অংশ: কানের পেছনের অংশটি প্রায়ই উপেক্ষিত থেকে যায়। এখানে সেবেসিয়াস গ্রন্থি থাকে, যা থেকে সিবাম নিঃসৃত হয়।

বগল ও গলা: বগলে ঘামগ্রন্থি বেশি সক্রিয় থাকে, যার ফলে এখানে দ্রুত ব্যাকটেরিয়া জন্মায়। অন্যদিকে গলার ভাঁজে তেল ও ময়লা জমে যায়

নাভি: ডার্মাটোলজিস্টদের মতে, নাভির গঠন এমন যে এখানে খুব সহজেই ব্যাকটেরিয়া জন্মায়, তাই ভাল করে পরিষ্কার করা জরুরি

নখের নিচের অংশ: শুধু হাত ধোয়াই যথেষ্ট নয়, নখের নিচে জমে থাকা ময়লাও সাবান দিয়ে পরিষ্কার করা জরুরি

পায়ের আঙুলের ফাঁক: আঙুলের মাঝখানের এই অংশটি আর্দ্রতা ও ঘামের কারণে অ্যাথলিটস ফুট বা ফাঙ্গাল সংক্রমণের কেন্দ্র হয়ে উঠতে পারে

ঢিলে হয়ে গিয়েছে প্রেশার কুকারের রবার? ২ মিনিটে হয়ে যাবে ‘টাইট’! 

পড়তে ক্লিক করুন