সেরা ১০ ভারতীয় খাবারে নেই বিরিয়ানি! শীর্ষে কোন দেশি খানা?
টেস্ট অ্যাটলাস কৃত সেরা ১০টি ভারতীয় খাবারের র্যাঙ্কিংয়ের তালিকা প্রকাশ। জানেন তাতে কী আছে, কী নেই?
১০ নম্বর- দোসা: ঐতিহ্যবাহী দক্ষিণ ভারতীয় খাবার।
৯ নম্বর- ভিনডালু: গোয়া, কঙ্কনে খুবই জনপ্রিয় এই খাবার। ভাত বা রুটি দিয়ে খাওয়া যায়।
৮ নম্বর- শিঙাড়া: তিনকোণা এই ভাজার প্রেমে প্রায় সব রাজ্যের মানুষ।
৭ নম্বর- কোর্মা: ক্রিমি মাংসের ঝোল বলা যেতে পারে।
৬ নম্বর- ইন্ডিয়ান থালি: একই থালায় ভিন্ন স্বাদের ভিন্ন নামের কয়েকটি পদ।
৫ নম্বর- টিক্কা: বোনলেস মাংস দিয়ে তৈরি এই পদে জিভে জল আসে দেশবিদেশের মানুষের।
৪ নম্বর- তন্দুরি: মাংসেরই আর এক পদ। যার বৈশিষ্ট্য লুকিয়ে রয়েছে রান্নার ধরনে।
৩ নম্বর- বাটার চিকেন: মুর্গ মাখানিও বলা হয়। মাখনে মাখামাখি এই মাংস খুবই জনপ্রিয় এই দেশে।
২ নম্বর- নান ব্রেড: ময়দার এই রুটি খুবই জনপ্রিয় খাবারের মধ্যে পড়ে।
১ নম্বর- বাটার গার্লিক নান: তালিকার শীর্ষে স্থান পেল বাটার গার্লিক নান।
আরও স্টোরিজের জন্য ক্লিক করুন
ক্লিক করুন