সাপ কত বছর বাঁচে! শঙ্খ ধরে কেন? সাপ কীভাবে যৌন মিলন করে? জানলে অবাক হবেন
আমরা যাকে বলি সাপের শঙ্খ ধরা। আসলে সে সময় দুটি সাপ যৌন মিলনে মিলিত হয়।
সুস্থ জীবন পেতে খোলস ত্যাগ করাটা সাপেদের জন্য জরুরি।
এক সঙ্গে ১০ থেকে ১৫টি ডিম পারে। গরমকালেই সাপ ডিম পারে। একবার ডিম থেকে বাচ্চা বেরিয়ে এলে মা সাপ বাচ্চাদের ছেড়ে চলে যায়।
গোটা বিশ্বে ২৯০০ প্রজাতির সাপ আছে। তার মধ্যে মাত্র ৬০০ ধরণের সাপ আছে যারা বিষাক্ত। বাকি সাপ বিষ-হীন!
সাধারণত সাপের আয়ু ২০ থেকে ৩০ বছর হয়। আবার ৫০ বছরও বাঁচে! বিশেষ কিছু বিষহীন সাপ আছে যারা ১০০ বছর পর্যন্ত বাঁচতে পারে। আবার কিছু সাপ ২ থেকে ৮ বছর বাঁচে!
সাপ ভয় না পেলে কখনও কামড়ায় না। অথবা তার শরীরে আঘাত লাগলেই তেড়ে আসে।
বিষাক্ত বা বিষ-হীন যেকোনও সাপই ভয় পেলে কামড়াতে পারে।
আরও স্টোরিজের জন্য ক্লিক করুন
ক্লিক করুন