খালি পেটে কফি খেলে শরীর খারাপ হতে পারে
কফি অনেকেরই শরীরে ক্ষতি করে নানারকম
খালি পেটে কফি ফেলে হিটবার্ন হতে পারে, পেটের সমস্যা বাড়তে পারে
বুকের উপরের দিকে এর ফলে ব্যথা হতে পারে, অনুভব করলে সাবধান
এর ফলে পেটে অ্যাসিড ইনফ্লাক্স কমে, কিন্তু খালি পেটে খেলে সমস্যা হতে পারে
ঘুম থেকে ওঠার পরেই কফি খেলে ক্ষতি হয়, সকালে উঠেই কফি খাবেন না
কফি কোলেস্টরল লেভেলে বাড়িয়ে দেয় শরীরে, তাতে সমস্যা বাড়তে পারে
কফি খেলে মলত্যাগের সমস্যা হতে পারে, হঠাৎ হঠাৎ বেগ পেতে পারে
খালি পেটে তাই কফি খাওয়া উচিত নয়
আরও স্টোরিজের জন্য ক্লিক করুন
ক্লিক করুন