সিয়াচেনে প্রথমবার নারী সেনা কর্মকর্তা মোতায়েন 

ক্যাপ্টেন শিবা চৌহান হলেন প্রথম মহিলা অফিসার

শিবা চৌহানকে সিয়াচেনে ১৫,৬০০ ফুট উপরে মোতায়েন করা হয়েছে।

ক্যাপ্টেন শিব চৌহান রাজস্থানের বাসিন্দা এবং একজন বেঙ্গল স্যাপার অফিসার।

তিনি উদয়পুর থেকে তাঁর স্কুলিং করেন তারপরে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক হন।

১১ বছর বয়সে তিনি তাঁর বাবাকে হারিয়েছিলেন।

শিবার মা তাকে বড় করেছেন এবং তাকে পড়াশোনা করিয়েছেন।

তিনি ২০২১ সালে ভারতীয় সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার রেজিমেন্টের কমিশনে যোগ দান করেন।

তিনি ২ জানুয়ারী ২০২৩-এ সিয়াচেনে নারী সেনা কর্মকর্তা হিসেবে দায়িত্ব নেন।

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন