লোহা এবং স্টিলের মধ্যে কী তফাত ভেবে দেখেছেন?
বলুন তো কেন স্টিলে জং পড়ে না
৷
সব ধাতুর মধ্যে লোহাই
সবথেকে বেশি কাজে লাগে৷
কিন্তু কখনওই বিশুদ্ধ রূপে লোহার ব্যবহার করা হয় না৷
শুদ্ধ লোহা খুবই নরম হয় এবং গরম হলে তা সঙ্কুচিত হয়৷
কিন্তু স্টিল প্রাকৃতিক ভাবেই কঠিন হয়৷
লোহা যতই মোটা হোক না কেন, তাতে জং ধরবেই৷
লোহার মধ্যে নিকেল এবং ক্রোমিয়াম মিলিয়ে স্টিল তৈরি হয়৷
একে বলে স্টেনলেস স্টিল, যাতে জং ধরে না৷
এই স্টিল অত্যাধিক তাপও সহ্য করতে পারে৷
আরও স্টোরিজের জন্য ক্লিক করুন
ক্লিক করুন