ঘামাচি সারানোর ঘরোয়া টোটকা

বিশেষজ্ঞরা বলেন ঘামাচির বিপদ আরও বাড়িয়ে দেয় পাউডার৷ কারণ পাউডারের প্রলেপ স্বেদগ্রন্থির মুখ বন্ধ করে দেয়৷

ঘামাচিতে দিন ঠান্ডা টক দই৷ আলতো হাতে টক দই ছড়িয়ে মিনিট ১৫ রেখে দিন৷ তার পর ধুয়ে নিন৷ 

২০০ মিলি গোলাপজল, ২০০ মিলি জল, ৪ চামচ মধু মিশিয়ে ফ্রিজের আইস ট্রে-তে রেখে আইসকিউব তৈরি করুন৷ ওই বরফের টুকরো নিয়ে ঘামাচিতে লাগিয়ে নিন৷

গোলাপজল ত্বকের পিএইচ ব্যালান্স রক্ষা করে৷ বাড়তি তেলও নিয়ন্ত্রণ করে গোলাপজল৷

চন্দনবাটার সঙ্গে মিশিয়ে নিন ঠান্ডা দুধের সর৷ ওই মিশ্রণ লাগান ঘামাচিতে৷ শুকিয়ে যাওয়ার পর ধুয়ে নিন৷

চন্দনের বৈশিষ্ট্য সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে ত্বককে রক্ষা করে৷ চন্দনতেলের গুণে সানট্যান থেকেও ত্বককে আড়াল করে৷

২ চামচ পুদিনাপাতা বাটা, ৩ চামচ মুলতানি মাটির সঙ্গে মেশান ঠান্ডা দুধ৷ ওই মিশ্রণ লাগান ঘামাচিতে৷ শুকিয়ে গেলে নরম কাপড় ভিজিয়ে ধুয়ে নিন৷

Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন। (সব ছবি-নেটমাধ্যম)

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন