চিকিৎসক প্রেসক্রিপশনে ওষুধ লিখে দেন

ওষুধের নাম ছাড়াও কয়েকটি জিনিস লেখা থাকে

সেগুলিই হল সংকেত৷ তবে এর অর্থগুলো আমাদের অনেকেরই অজানা৷

OD- একবার ওষুধ খান, BD- দুবার ওষুধ খান

TDS- তিনবার ওষুধ খান, QD- চারবার ওষুধ খান

AC- খাওয়ার আগে খান, PC- খাওয়ার পর খান

HS- ঘুমাতে যাওয়ার সময় খান, SOS- এর অর্থ হল যখন সমস্যা হবে, তখনই খান, অন্যসময় খাবেন না।

এবার কিছু ক্ষেত্রে লেখা হয়ে থাকে STAT. এর অর্থ হল চিকিৎসক ওষুধ লেখার সঙ্গে সঙ্গেই দিতে হবে।

এবার কিছু ক্ষেত্রে লেখা হয়ে থাকে STAT. এর অর্থ হল চিকিৎসক ওষুধ লেখার সঙ্গে সঙ্গেই দিতে হবে।

তবে কোনওরকম সমস্যা হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন