বাড়িতেই বানান পোট্যাটো চিপস

বাড়িতেই বানান পোট্যাটো চিপস:প্রথমে বেছে নিতে FC5 আলু। এই আলুতে জলের পরিমাণ অত্যন্ত কম

বাড়িতেই বানান পোট্যাটো চিপস: খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা করে কাটবেন না

বাড়িতেই বানান পোট্যাটো চিপস : অন্তত ১ ঘণ্টা আলুর টুকরোগুলিকে চুবিয়ে রাখুন ঠান্ডা জলে। তার পর ভাজুন

বাড়িতেই বানান পোট্যাটো চিপস : নুন মেশানো জলে সিদ্ধ করুন আলুর টুকরোগুলিকে 

বাড়িতেই বানান পোট্যাটো চিপস: তবে পুরোপুরি সিদ্ধ করবেন না।অর্ধসিদ্ধ করে রাখুন

বাড়িতেই বানান পোট্যাটো চিপস : পরিষ্কার কিচেন টাওয়েল বা টিস্যু পেপার দিয়ে খুব ভাল করে মুছে নিন

বাড়িতেই বানান পোট্যাটো চিপস : শুকনো করে মুছবেন, যাতে একবিন্দু জলও লেগে না থাকে

বাড়িতেই বানান পোট্যাটো চিপস: এ বার হাইফ্লেমে ছাঁকা তেলে ভাল করে ভেজে নিন। বাড়িতেই তৈরি হবে দোকানের মতো চিপস

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন