সূর্য যেখানে অস্ত যায় না

পৃথিবীতে এমন জায়গাও আছে যেখানে সূর্য অস্ত যায় না, ২৪ ঘণ্টাই দিনের আলো, রাত হয় না এই সমস্ত জায়গায়!

 নরওয়ে-- এখানে মে মাসের শেষ থেকে জুলাই মাস পর্যন্ত ৭৬ দিন সূর্য অস্ত যায় না। 

 তাই আর্কটিক সার্কেলে অবস্থিত নরওয়েকে বলা হয় মধ্য রাতের সূর্যের দেশ। নরওয়ের স্যালবার্ডে ১০ এপ্রিল থেকে ২৩ অগাস্ট পর্যন্ত দিন-রাত সূর্যের আলো থাকে।

নুনাভুত, কানাডা-- এখানে প্রায় দুই মাস ধরে ২৪ ঘণ্টাই সূর্যের আলো থাকে। 

অন্যদিকে, শীতকালে কানাডার এই অঞ্চলে টানা ৩০ দিন সম্পূর্ণ অন্ধকার থাকে।

আইসল্যান্ড-- গ্রীষ্ম কালে আইসল্যান্ডে রাত হয়, আবার জুন মাসে সূর্য কখনওই অস্ত যায় না।

ব্যারো, আলাস্কা-- মে মাসের শেষ থেকে জুলাই মাসের শেষ পর্যন্ত এখানে সূর্য অস্ত যায় না। 

 নভেম্বরের শুরু থেকে পরবর্তী ৩০ দিন আবার এখানে সূর্য ওঠে না। এটি পোলার নাইট নামে পরিচিত। গোটা শীতকাল সমগ্র দেশ অন্ধকারে ডুবে থাকে।

 সুইডেন-- মে মাসের শুরু থেকে অগাস্ট মাসের শেষ পর্যন্ত সুইডেনে মাঝরাতে সূর্য অস্ত যায় এবং প্রায় ৪ টের সময়ে উদয় হয়। এখানে এক টানা ৬ মাস সূর্য অস্ত যায় না

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন