আপনাকে সুন্দরী করে পেঁয়াজ রসুনের খোসা

সৌন্দর্য ও গৃহস্থালির কাজে লাগান পেঁয়াজ রসুনের খোসা৷

পেঁয়াজ রসুনের খোসা গুঁড়ো করে ভেজে রাখুন। মেশান স্যুপ, স্টু বা স্টকে। স্বাদ ও পুষ্টি দুই বাড়বে। 

পাউরুটি বেক করলে তার মণ্ডতে মিশিয়ে নিন পেঁয়াজের খোসার গুঁড়ো।

পেঁয়াজের খোসা ফুটিয়ে নিন। ছেঁকে নিয়ে পান করুন চায়ের মতো। পেশিতে টান করার সমস্যা কমবে। রাতে ঘুমও ভাল হবে।

একই মিশ্রণ রাতভর ভিজিয়ে রাখুন। সকালে ওই জল ছেঁকে নিয়ে ধুয়ে ফেলুন চুল। চুল ভাল হবে, হাল্কা বাদামি আভাও আসবে।

পেঁয়াজের খোসা ফোটানো জল দিন চুলকানি আক্রান্ত ত্বকে। চুলকানি-সহ ত্বকের অন্যান্য সমস্যা কমবে।

গাছের সার হিসেবেও পেঁয়াজ ও রসুনের খোসাও অত্যন্ত কার্যকর।

Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন