নিমপাতার গুণ ও উপকারিতা জানুন
ব্রণর সমস্যা কমাতে নিমপাতা ও কাঁচা হলুদ বাটা মাখুন মুখে৷
নিমপাতা খেলে লিভার ভাল থাকে৷ কমে যায় অরুচির সমস্যা৷
বাচ্চাদের কৃমির সমস্যা কমাতেও নিমপাতা খাওয়ানোর রেওয়াজ দীর্ঘ দিনের৷
সকালে খালি পেটে নিমপাতা ও গোলমরিচ খেলে রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রিত থাকে৷
দাঁত ও মাড়ির সংক্রমণ রোধে নিমপাতা খুবই কার্যকরী৷
মুখের দুর্গন্ধ দূর করতেও সাহায্য করে নিমপাতা দিয়ে তৈরি মাজন৷
নিমপাতার মতো প্রাকৃতিক অ্যান্টিসেপ্টিক বিরল৷
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন। (সব ছবি-নেটমাধ্যম)
আরও স্টোরিজের জন্য ক্লিক করুন
ক্লিক করুন