নখের গড়ন এবং অবস্থা দেখেও টের পাওয়া যায় শারীরিক অসুস্থতার৷ নখ এমনই এক অঙ্গ, যার ক্ষেত্রে বৈচিত্র সবথেকে বেশি
অনেকের নখ ভঙ্গুর, সহজেই ভেঙে যায়৷ আবার অনেকের নখ মসৃণ
ডিটারজেন্ট, নেলপলিশ রিমুভার এবং নেল ট্রিটমেন্টের রাসায়নিকের প্রভাবে নখ ক্ষতিগ্রস্ত হয়, আয়রন, ক্যালসিয়াম, ভিটামিন বি-এর মতো উপাদানের ঘাটতি হলেও এই সমস্যা হতে পারে
হলদেটে নখ নির্দেশ করে সম্ভাব্য সংক্রমণের দিকে
ব্যবহার করছেন এরকম কোনও রাসায়নিকের ফলেও এই বর্ণপরিবর্তন ঘটতে পারে
নখে রেখা আয়রনের অভাব, অপুষ্টি এমনকি, আর্সেনিকের বিষক্রিয়া থেকেও এরকম হতে পারে
অনেক ক্ষেত্রে বয়স্কদের নখে এই সমস্যা হলে সেটা স্বাস্থ্যজনিত নাও হতে পারে
নিত্যকাজ করতে গিয়ে নখ একবার ভিজে থাকে, আবার পরমুহূর্তে শুকনো,নখ সহজেই ভগ্নপ্রায় হয়ে পড়ে৷ গ্লাভস পরে বাড়ির কাজ করলে এই সমস্যা থেকে রেহাই পাওয়া যায়৷