দাঁত দিয়ে নখ কাটা কতটা ক্ষতিকর?

জেনে নিই এই বদ অভ্যাস কীভাবে ও কতটা ক্ষতি করে আমাদের৷

দাঁতে নখ কাটলে নখ এবং আঙুলের ডগার ময়লা ঢুকে যায় আপনার মুখে ও শরীরে৷ 

আপনার আঙুলের ময়লা শরীরে ঢুকলে ভেঙে পড়ে রোগ প্রতিরোধ ক্ষমতাও৷

নখকুনি-সহ অন্যান্য ত্বকের সমস্যা দেখা দেয়৷

দাঁতে নখ কাটলে নষ্ট হয়ে যায় নখের আকারও৷ ফলে দেখতে মোটেও সুদৃশ লাগে না৷

নখ কাটলে ক্ষতি হয় দাঁতেরও৷ উঠে যায় দাঁতের এনামেল৷ সংক্রমিত হয় মাড়ির অংশও৷ 

নখ খাওয়ার অভ্যাস থাকলে বিষক্রিয়ার আশঙ্কা থেকে যায়৷

Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন। (সব ছবি-নেটমাধ্যম)

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন