মাউথ আলসার সারানোর ঘরোয়া টোটকা
মধু দিতে পারেন মাউথ আলসারে৷ এতে জ্বালা কমবে৷ উপশমও হবে৷
সম পরিমাণ বেকিং সোডা ও জলের মিশ্রণ বানিয়ে মাউথ আলসারে দিন৷ শুকিয়ে গেলে মুখ ধুয়ে ঈষদুষ্ণ জলে গার্গল করুন৷
ভোজ্য নারকেল তেল মাউথ আলসারে লাগালেও কিন্তু আরাম পাবেন৷
কুলিং টুথপেস্টও লাগাতে পারেন মাউথ আলসারে৷ তবে টুথপেস্টের স্বাদ ঝাঁঝাঁলো হলে কিন্তু জ্বালা করবে৷
হলুদের অ্যান্টিসেপ্টিক গুণ প্রচুর৷ তাই এক চিমটে হলুদও লাগাতে পারেন মাউথ আলসারে৷
রসুনের কোয়া থেতো করেও লাগাতে পারেন মাউথ আলসারে৷
মাউথ আলসার হলে অতিরিক্ত তেল মশলাদার ও গরম খাবার এড়িয়ে চলুন৷
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন। (সব ছবি-নেটমাধ্যম)
আরও স্টোরিজের জন্য ক্লিক করুন
ক্লিক করুন