কোন সাপ কামড়ালে নিশ্চিত মৃত্যু, নেই ওষুধ

বহু বিষধর সাপেরই অ্যান্টিভেনম (ওষুধ) প্রস্তুত করা গেছে৷ কিন্তু, এমনও কিছু সাপ রয়েছে, যার বিষের অ্যান্টিভেনম এখনও তৈরি করা যায়নি৷

স্পাইনি বুশ ভাইপার৷ মধ্য ও পূর্ব আফ্রিকায় পাওয়া যায়৷ এই সাপ ভয়ঙ্কর বিষধর৷

মালায়ান ব্লু ক্লোরাল স্নেক৷ দক্ষিণ-পূর্ব এশিয়ায় এই সাপ পাওয়া যায়৷ এই সাপ কিং কোবরার চেয়েও বেশি বিষ ধরে৷

পশ্চিমবঙ্গের মোনোক্লেড কোবরা৷ সাধারণ কোবরার চেয়ে এই কোবরার বিষ ৩ গুণ বেশি মারাত্মক৷

অরুণাচল প্রদেশের মোনোক্লেড কোবরা৷ এটা পশ্চিমবঙ্গের মোনোক্লেড কোবরার চেয়েও বেশি মারাত্মক৷ সাধারণ কোবরার চেয়ে এর বিষ ৫ গুণ বেশি ভয়ানক৷

সিন্ধ ক্রেট পশ্চিম ভারতে দেখতে পাওয়া যায়৷ এই সাপও অত্যন্ত বিষধর

saw-scaled viper-ও পৃথিবীর অন্যতম জোড়াল বিষধর সাপ৷

আফ্রিকান ট্যুইগ স্নেক৷ দেখতে লাঠির মতো হলেও এর বিষ মারাত্মক৷ এগুলি দক্ষিণ আফ্রিকা ও আফ্রিকার দক্ষিণ-পূর্ব দেশগুলিতে পাওয়া যায়

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন