টয়লেট ক্লিনার কেন নীল রঙের?
বেশিরভাগ ক্ষেত্রেই দেখতে পাওয়া যায় টয়লেট ক্লিনার নীল রঙের হয়ে থাকে ৷
বাড়িতে টয়লেট পরিষ্কার করার জন্য কোনও না কোনও কীটনাশক ব্যবহৃত হয়ে থাকে ৷
বিভিন্ন ব্যাকটেরিয়া-সহ জীবাণু দূর করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে বাথরুম ৷
বাথরুম পরিষ্কার করার জন্য অনেকেই অনেক ধরনের কীটনাশক বা ক্লিনার ব্যবহার করে থাকেন ৷
টয়লেট ব্যবহারের জন্য নানান সময়ে নানান ধরনের ক্লিনার ব্যবহার করেন ৷
কিন্তু খেয়াল রাখেন কি? বেশিরভাগ টয়লেট ক্লিনারের রং নীল হয় ৷
এমন কেন হয় এই কথা কি কখনও ভেবে দেখেছেন?
লাল বা হলুদ নয়, টয়লেটের ক্লিনারের রং নীল হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রেই ৷
একটি ওয়েবসাইটে কয়েকজন ইউজার জানিয়েছেন নীল রং অত্যন্ত আকর্ষণীয়, নীল রং দেখতে শান্ত স্নিগ্ধ ৷
টয়লেট ক্লিনার নীল রঙের দেখতে হয় লাল বা হলুদ হয়না কারণ হলুদ রঙের হলে তা প্রস্রাবের মত দেখাবে ৷
আর লাল রঙের হলে রক্তের মত দেখাবে ৷ সবুজ রঙের হলে তা শ্যাওলা রঙের মত দেখাবে ৷
টয়লেটের ক্লিনারের রং নীল রঙের বলেই দীর্ঘ সময় ধরে পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে লাগে একই সঙ্গে সতেজও দেখতে লাগে ৷
তবে এক অন্য ওয়েবসাইটের ইউজার সূত্রে জানতে পারা গিয়েছে নীল ছাড়াও সবুজ রঙের টয়লেট ক্লিনার দেখতে পাওয়া যায় ৷ এর পরিসংখ্যান অত্যন্ত কম ৷
আরও স্টোরিজের জন্য ক্লিক করুন
ক্লিক করুন