Red Section Separator
বর্ষায় ড্যাম্প ধরেছে দেওয়াল-মেঝেতে? ৬ উপায় জেনে নিলেই কেল্লাফতে
Cream Section Separator
দেওয়ালে সাদা দাগ ধরে যায়। মেঝে ভেজা ভেজা হয়ে থাকে। ড্যাম্পের কারণে দেওয়াল এবং মেঝে দুই ক্ষতিগ্রস্থ হয়।
Red Section Separator
দেওয়ালের নীচের অংশে জলের পাইপ থাকলে তা পরিষ্কার করা জরুরি।
Cream Section Separator
ওয়াটারপ্রুফিং প্রাইমার বা পেইন্ট ব্যবহার করা যেতে পারে। দেওয়ালে ফিনিশ পেইন্ট করুন
Red Section Separator
বাজারে উপলব্ধ উচ্চ মানের ওয়াটারপ্রুফ লেপ, কার্ড, সিল্যান্ট এবং রেজিন ভিত্তিক প্রাইমার দেওয়ালগুলোকে আর্দ্রতা থেকে রক্ষা করে।
Cream Section Separator
পেইন্ট বেছে নেওয়ার সময় জলরোধী ভিত্তি এবং অ্যান্টি-মোল্ড প্রোপার্টি-সহ ওয়াটারবেসড পেইন্ট ব্যবহার করুন।
Cream Section Separator
দেওয়ালের আশেপাশে মাটির পৃষ্ঠকেও নিয়মিত পরিষ্কার এবং শুকনো রাখুন। জলের পাইপলাইনের আশেপাশে আর্দ্রতা যেন না জমে।
Red Section Separator
ড্যাম্প ধরা দেওয়ালে সাদা সাদা শ্যাওলা হয়ে গেলে এটি আটকানোর সবচেয়ে ভাল উপায় হল ভিনিগার স্প্রে। স্প্রে করুন আর শুকনো কাপড় দিয়ে মুছে নিন।
Cream Section Separator
দীর্ঘদিন একই জায়গায় দেওয়ালে আসবাব লাগানো থাকলেও ড্যাম্প ধরতে পারে। আসবাব মাঝেমাঝে জায়গা পরিবর্তন করা উচিত
Red Section Separator
অস্থায়ীভাবে কিছু ঠিক করতে চাইলে দেওয়ালে লাগাবার ওয়াল পেপার কিনে নিতে পারেন।
ঢিলে হয়ে গিয়েছে প্রেশার কুকারের রবার? ২ মিনিটে হয়ে যাবে ‘টাইট’!
পড়তে ক্লিক করুন