শীতকালীন বাজার বলতেই বাঁধাকপি
একাধিক শারীরিক সমস্যার উত্তর লুকিয়ে আছে এই বাঁধাকপিতে৷
আলসার ও নানা ধরনের পেটের সমস্যায় উপকারী বাঁধাকপির রস৷
ক্যালসিয়াম, ফসফরাস, ভিটামনি কে থাকায় হাড়ের যে কোনও সমস্যায় বাঁধাকপি গুরুত্বপূর্ণ৷
ক্যারোটিনয়েডস প্রচুর পরিমাণে থাকার ফলে চোখের উজ্জ্বলতার জন্যও নিয়মিত খান বাঁধাকপি৷
বাঁধাকপিতে ফাইবার বেশি, ক্যালরি কম, রোগা হতে চাইলেও ডায়েটে রাখুন এই আনাজ৷
তবে এত গুণ থাকার পরও বাঁধাকপি নিয়ে কিছু বিধিনিষেধ আছে৷
গাউট আর্থ্রাইটিস, হাইপো থাইরয়েডের মতো শারীরিক সমস্যায় বাঁধাকপি না খাওয়াই ভাল৷
অ্যালার্জির সমস্যা থাকলেও বাঁধাকপি থেকে সতর্ক থাকবেন৷
অতিরিক্ত বাঁধাকপি খেলে গ্যাস হতে পারে তাই রান্নার সময় আগে একটু ভাপিয়ে নিন৷
আরও স্টোরিজের জন্য ক্লিক করুন
ক্লিক করুন