নিজেকে বিয়ের বিবাহবার্ষিকী পালন যুবতীর!
‘সোলোগ্যামি’ (Sologamy) বা স্ব-বিবাহ। নিজেকেই নিজের সঙ্গী হিসেবে চিহ্নিত করেছেন গুজরাতের ভাদোদরার যুবতী ক্ষমা বিন্দু।
একেবারে ভিন্ন পথে এগিয়ে নিজেকেই নিজে বিয়ে করেছিলেন তিনি।
গোটা দেশে তোলপাড় ফেলে দিয়েছিলেন এই সিদ্ধান্তে। এবার স্ব-বিবাহের বর্ষপূর্তি।
এক বছরের বিবাহবার্ষিকীতে নিজেকে শুভেচ্ছা জানালেন যুবতী।
গুজরাতে দেশের প্রথম স্ববিবাহ বা সোলোগ্যামি দেখেছিল দেশবাসী।
এবার সেই গাঁটছড়ার বিবাহবার্ষিকীও দেখল। কোনও পুরোহিত ছিলেন না বিয়ে দেওয়ার জন্য।
মেহেন্দিতে হবু বরের নাম লেখার প্রচলনের কথা মাথায় রেখে হাতে নিজের কথা লিখেছেন, ‘একটি মেয়ে, যে চেষ্টা করে যায়।’
নিজের সিঁথিতে নিজেই সিঁদুর পরিয়েছিলেন। নিজের গলায় মঙ্গলসূত্র পরিয়ে বরমালাও পরেছিলেন। সাতপাক ঘুরেছিলেন নিজের সঙ্গেই।