মশার কামড় খায়নি এমন মানুষ খুঁজে পাওয়া খুব মুশকিল। বেলা গড়িয়ে বিকেল হতেই তাদের ব্যস্ততা বেড়ে যায় নিমেষে

মশারি এই সমস্যার সমাধান করতে পারে। কিন্তু সব সময় কি আর মশারি নিয়ে ঘোরা সম্ভব। রয়েছে আরও একটি সমাধান

মশাদেরও কিছু পছন্দ অপছন্দ আছে। নিজেদের অপছন্দের গন্ধ পেলে তারা খুব একটা ধারে কাছে আসে না

 রসুনের কড়া গন্ধ মোটেই পছন্দ নয় মশাদের। এমনকি যাঁরা রসুন বেশি খায়, তাদের রক্ত পান করাও খুব একটা পছন্দ নয় মশাদের

এই গাছের পাতার নির্যাস থেকে তৈরি তেল মশা দূর করতে খুবই কার্যকরী

 আইসড টি, মোহিতোর মতো ড্রিঙ্কে পুদিনা পাতা ব্যবহার করা হয়। চুইং গামেও এই ফ্লেভার ব্যবহার করা হয়। এই পাতার নির্যাস থেকে তৈরি তেলের গন্ধে মশা দূরে থাকে

লেমনগ্রাসের নির্যাস থেকে তৈরি তেলের গন্ধও মশা দূরে রাখতে সাহায্য করে

মশার কামড় থেকে বাঁচতে গায়ে হাত পায়ে নিম তেল মেখে নিতে পারেন। ধারেকাছেও ঘেঁষবে না মশা

তবে কিছু গন্ধ আছে যা মশাদের বেশ পছন্দ। যেমন মিষ্টির গন্ধ এবং ফুল দিয়ে তৈরি পারফিউম

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন