আমরা অনেকেই জানি না রাত হলে কেন ঝিঁঝিঁ পোকা ডাকে, এই ঝিঁঝিঁ পোকার ডাক আসলে কী?
এরা ঠান্ডা রক্তের পতঙ্গ বলে বেশি শীত পড়লে শুধু যে এদের ডাকাডাকি ও নড়াচড়াও বন্ধ হয়ে যায়।
গরমকালে এরা বেরিয়ে আসে। সাধারণত রাতেই বেরোয়, দিনে ঝোপঝাড়ে লুকিয়ে থাকে আত্মরক্ষার জন্য।
রাতে বেরোনোর দুটি উদ্দেশ্য। খাবার সংগ্রহ ও বংশবিস্তার। এ কাজে সাহায্য করে এদের একটানা ছন্দময় ডাক।
সাধারণত দুই পাখার মধ্যে বিশেষ কায়দায় ঘর্ষণে এরা শব্দ তৈরি করে। এর পিছনে বৈজ্ঞানিক ব্যাখ্যাও রয়েছে।
একটি পাখা ৪৫ ডিগ্রি কোণে মেলে ধরে আর তার খসখসে তলের ওপর দিয়ে অন্য পাখার প্রান্ত বিশেষ কায়দায় টেনে নিয়ে যায়।
ঝিঁ ঝিঁ পোকার চোখে যখন দিনের আলো পড়ে না। তখন অভ্যন্তরীণ ঘড়ির কারণে "পার" প্রোটিনের তারতম্য শুরু হয়। তখন বুঝতে পারে ডাকার সময় হয়েছে।
বেশির ভাগ পতঙ্গবিদের মতে, শুধু পুরুষ ঝিঁঝি পোকাই রাতে ডাকে। এর উদ্দেশ্য হলো স্ত্রী ঝিঁঝি পোকাকে আমন্ত্রণ জানানো।
প্রায় ১০০ প্রজাতির ঝিঁঝি পোকা আছে। এদের এক-একটির ডাকের ধরন ভিন্ন যা স্ত্রী ঝিঁঝি পোকা বুঝতে পারে।
নিঃশব্দ রাতে ঝিঁঝি পোকার ডাক বহু দূর থেকেও শোনা যায়। এ জন্যই ওরা সংগীতের জন্য রাতকে বেছে নিয়েছে।