গরমে সুস্থ থাকতে খেতেই হবে মুসাম্বি লেবু
বাজারে খোঁজ করলেই প্রায় সব ফলের দোকানেই পাওয়া যাবে মুসাম্বি লেবু। ট্রেনে বাসেও বিক্রি হয়৷
গরম কালে দৈনিক লেবু খেলে শরীরে মিনারেলস ও ভিটামিনের অভাব পূরণ করা হয়৷
মুসাম্বি লেবুতে থাকে ভিটামিন সি, তা শরীরের পুষ্টিগুণ বৃদ্ধি করে অনেকটা৷
শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা মুসাম্বি লেবু অনেকটা বৃদ্ধি করতে সাহায্য করে৷
শরীরের রক্ত চলাচল স্বাভাবিক রাখে মুসাম্বি লেবু৷
জন্ডিসের মতো রোগ থেকে দ্রুত আরোগ্য পেতে সাহায্য করে মুসাম্বি লেবু৷
এ ছাড়া লিভারকে ঠাণ্ডা রাখতে সাহায্য করে মুসাম্বির রস
ঠোঁট ফেটে যাওয়া, ফোঁড়ার মতো সমস্যা সারাতে সাহায্য করে মুসাম্বি লেবু
সব মিলিয়ে মুসাম্বি নানারকম রোগ সারাতে সাহায্য করে শরীরের
আরও স্টোরিজের জন্য ক্লিক করুন
ক্লিক করুন