বাড়িতে ছোট একটা বাগান করার সখ অনেকেরই আছে। তবে বাগান করার ক্ষেত্রেও কিছু বিষয়ের দিকে নজর না রাখলেই সমস্যায় পড়তে হতে পারে
এমন কিছু গাছ আছে যা বাগানে লাগালেই অমঙ্গল নেমে আসে। আসুন জেনে নেওয়া যাক কোন কোন গাছ সংসারে অর্থাভাব আনতে পারে
কাঁটা জাতীয় যেকোনও গাছই বাস্তুর জন্য অত্যন্ত খারাপ। গাছপালা বা পাতায় তীক্ষ্ণ কাঁটা হলে তা ঘরে নেতিবাচক প্রভাব ফেলে
জানলে অবাক হবেন অ্যালোভেরা গাছ বাড়িতে দুর্ভাগ্য ডেকে আনতে পারে এবং পরিবারে চাপ ও উদ্বেগ বাড়িয়ে দেয়।
বাস্তুশাস্ত্র অনুসারে, বাড়িতে তুলা গাছ রাখাও অত্যন্ত খারাপ। তুলা গাছ দেখতে সুন্দর হলেও বাস্তু অনুসারে এই গাছ একেবারেই ভাল নয়
বাস্তুশাস্ত্র অনুসারে এটি বাড়িতে আর্থিক ক্ষতি এবং দুর্ভাগ্যের কারণ হতে পারে।
বাস্তু মতে বনসাই গাছ গৃহের সুখ, শান্তি কেড়ে নেয়।
এই গাছ দেখতে ছোট এবং আকর্ষণীয়, তবে বনসাইতে গাছের বৃদ্ধি যেমন থমকে যায়, তেমনি পরিবারের জীবনচক্রও ক্ষতিগ্রস্ত হয়
এ ছাড়াও এই গাছ বাড়িতে লাগালে কর্মজীবন বা ব্যবসায় মন্দার সম্মুখীন হতে পারে।
বাস্তুমতে তেঁতুল গাছ লাগানো একদমই শুভ নয় । এই গাছ সহজেই অশুভ শক্তিকে আকর্ষণ করে। এই গাছটি প্রচুর নেতিবাচক শক্তি আকর্ষণ করে এবং বাস্তুশাস্ত্র অনুসারে মনের শান্তি নষ্ট করে।
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন
আরও স্টোরিজের জন্য ক্লিক করুন
ক্লিক করুন